রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি *** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ

কবিতা: আরাধনা- সিফাত রাখী

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

আরাধনা

——সিফাত রাখী 

তোমার আমার সম্পর্কের নাম হতে পারতো সাধনা।

তার নাম হতে পারতো জীবন যাতনা। 

এ যাতনা যত্ন করেই আঘাত করে।

কষ্টের করুণ সুরে,

দুচোখে যার বয়ে চলে যমুনা।


এ শোক আমাকে এনে দিল শক্তি, 

তোমাতেই ছিলো আমার  একমাত্র  মুক্তি।


ধরো, ২২ টি বছর যদি হয় জীবনের খেলাঘর।

আর তাতে  তুমি লাল আর আমি নীল গুটি।

প্রতি চালে--

ভালোবাসি বললেই পাবে সিক্স পয়েন্ট।


তুমি আমাকে প্রথম ভালোবাসি বলেছিলে, 

তুমি পেলে ও তাই সিক্স পয়েন্ট। 

আমি বুঝিনি তোমার মন

আমি মাইনাস সিক্স। 


একটু একটু করে যখন

তোমাকে অনুভব করতে শিখলাম। 

তখন কোন এক বৃষ্টিস্নাত সন্ধ্যায়

আমি   নত হলাম তোমার কাছে।

বললাম  ভালোবাসি ভালোবাসি।

আমি পেলাম সিক্স পয়েন্ট। 


তোমাকে ফিরিয়ে দেয়ার অপরাধে

আমার ভালোবাসা 

তুমি ও মাড়িয়ে গেলে অনায়াসে 

তুমি মাইনাস সিক্স।


আবার বছর চারেক পরে

জীবনের এলোমেলো ঝড়ে

ভাঙা ডালপালা

নিয়ে এসে বললে 

ভালোবাসি ভালো বাসি ভালো বাসি

তুমি পেলে আবার সিক্স পয়েন্ট। 


বললাম আমি 

সেই তুমি এলে,, তবে বড় অসময়ে এলে

তবুও ভালোবাসি।

সবকিছুর ঊর্ধ্বে গিয়ে  ভালোবাসি।


এ অসময়ে ও আমি তোমাকেই ভালোবাসি। 

আমি ও সিক্স পয়েন্ট। 

এবার বলো কে জিতলো।

লাল গুটি না নীল গুটি?


ভালোবাসার আরেক নাম বুঝি আরাধনা

তাই তো জীবনের খেলাঘরে 

ভালোবাসার গুটিগুলো জিতে যায়।

আর মাঝখানে হেরে যায়, 

যন্ত্রণায় ক্ষত বিক্ষত কিছু অসময়।


আরো পড়ুন: কবিতা: শুভম সুন্দর —ভীষ্মদেব বাড়ৈ

কবিতা সিফাত রাখী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250